লেখ্যাগার বা মহাফেজখানা বা আর্কাইভ ঐতিহাসিক নথি সংরক্ষণ রাখার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ লেখ্যাগার বা মহাফেজখানা (Archives in History) হল বিজ্ঞানসম্মতভাবে ঐতিহাসিক মূল্যবান নথি সংরক্ষণ রাখার স্থান।
লেখ্যাগার বা মহাফেজখানা কাকে বলে | Archives in History
লেখ্যাগার বা মহাফেজখানা হল ঐতিহাসিক নথি সংরক্ষণের স্থান। বিশেষ করে লেখ্যাগারের মধ্যে যে সমস্ত নথি সংগৃহীত থাকে তা থেকে বিভিন্ন ইতিহাস সহজে জানা যায়।
বর্তমানে লেখ্যাগার বা মহাফেজখানা (Archives in History) কেবলমাত্র ঐতিহাসিক নথি সংরক্ষিত স্থান নয়, বরং এগুলিকে গবেষণাগার বলা হয়। তাই যেখানে সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি চিরস্থায়ী সংরক্ষণের জন্য রাখা হয়, তাকে লেখ্যাগার বা মহাফেজখানা বা আর্কাইভ বলে।
লেখ্যাগারের ব্যুৎপত্তিগত অর্থ
ব্যুৎপত্তিগতভাবে লেখ্যাগার বা মহাফেজখানা বা আর্কাইভ শব্দটি গ্রীক শব্দ আর্কিওন থেকে এসেছে। যার অর্থ হল ‘ জনগণের নথি বা নগর গৃহ বা মুখ্য শাসকের বাসস্থান। গ্রিক শব্দ আর্কিওন দ্বারা তৎকালীন সময়ে আরকনের গৃহ বা অফিস বোঝাতো, যেখানে সরকারি নথি আর্কনের তত্ত্বাবধানে সুরক্ষিত থাকতো। এই আর্কন হল মুখ্য বিচারক বা নগর বিচারক। আবার ফরাসিতে আকাইভস এবং ইংরেজিতে আর্কাইভ শব্দটি বহুল প্রচলিত।
প্রাচীনকালে চীন,গ্রিক ও রোমে অবস্থিত লেখ্যাগারগুলি অনেক উন্নত প্রকৃতির ছিল। প্রাচীনকালে মৃত্তিকা ফলকের উপর লেখ্যাগারের কাজ হতো। আবার চামড়া ও কাঠের বোর্ডের উপর লেখ্যাগারের লেখার ইতিহাস পাওয়া যায়। তাছাড়া বিশেষ করে চীন রোমে প্যাপিরাসের উপর লেখা পাওয়া যায়।
যে ব্যক্তি লেখ্যাগার বা মহাফেজখানা বা আর্কাইভের দায়িত্বে থাকেন তাকে বলা হয় লেখ্যাগার তত্ত্বাবধায়ক (Archivist)। তাছাড়া যে বিদ্যার মাধ্যমে লেখ্যাগারের নথি সংগ্রহ, সংরক্ষিত, সুরক্ষিত এবং তথ্য প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যায়, তাকে লেখ্যাগার বিজ্ঞান বলে।
লেখ্যাগার বা মহাফেজখানা বা আর্কাইভের বৈশিষ্ট্য
লেখ্যাগার বা মহাফেজখানা বা আর্কাইভের বৈশিষ্ট্য যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
1. বিজ্ঞানসম্মত
লেখ্যাগার অধিক বিজ্ঞানসম্মত প্রকৃতির। অর্থাৎ লেখ্যাগারের সংরক্ষিত বিজয় বস্তুগুলি বা নথি গুলি বিজ্ঞানসম্মত ভাবে সংরক্ষণ করে রাখা হয়।
2. বিশেষ সংরক্ষণ ব্যবস্থা
লেখ্যাগারে সংরক্ষিত করার জন্য নথিগুলিকে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে হয়। অর্থাৎ সংরক্ষিত নীতিগুলি পোকামাকড়, আদ্রতা, তাপমাত্রা, আগুন প্রভৃতির হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
3. গবেষণাযুক্ত প্রক্রিয়া
বর্তমানে আর্কাইভ কেবলমাত্র ঐতিহাসিক নথি সংরক্ষণের থান নয়। বরং এগুলিকে বিভিন্ন বিষয়ের গবেষণাগারও বলা হয়ে থাকে। তাই আর্কাইভের নথিগুলি বিভিন্ন গবেষণামূলক বই বা পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া নির্দিষ্ট শর্তসাপেক্ষে শিক্ষার্থী, গবেষক, শিক্ষক প্রভৃতিদের কাছে গবেষণার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যাতে করে নতুন কোনো তথ্য উঠে আসে বা আবিষ্কার হয়।
4. গোপনীয় ও নিরাপত্তা যুক্ত
লেখ্যাগার বা মহাফেজখানা বা আর্কাইভে সংরক্ষিত নথিগুলি গোপনীয় ও নিরাপত্তা যুক্ত। অর্থাৎ এগুলি অধিক নিরাপত্তার সাথে ও গোপনীয়ভাবে সংরক্ষণ করা হয়। তাছাড়া সরকারি নথিগুলি যাতে সাধারণ জনগণের কাছে উন্মুক্ত না হয়, সে বিষয়ে অধিক গোপনীয়তা নীতি গ্রহণ করা হয়ে থাকে। যাতে করে সংরক্ষিত নথিগুলি আরো বেশি সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকে। তাই অনেক ক্ষেত্রে উপযুক্ত অনুমোদন ছাড়া সংরক্ষিত নথিগুলিকে হস্তান্তর বা কপি বা ধ্বংস করতে দেয়া হয় না।
5. ডিজিটাল ও আধুনিক সংরক্ষণ পদ্ধতি
আর্কাইভ আধুনিককালে অধিক বেশি ডিজিটাল ও আধুনিক সংরক্ষণ পদ্ধতির উপর নির্ভরশীল। অর্থাৎ বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিগুলিকে কম্পিউটারের ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সংরক্ষণ করা হচ্ছে। যাতে করে এই নথিগুলো দীর্ঘদিন অবিকৃত অবস্থায় সংরক্ষিত থাকে। ডিজিটাল মাধ্যমে নথি সংরক্ষণের একটি অন্যতম উপায় হল ক্লাউড সিস্টেম বা অনলাইন সংরক্ষণ ব্যবস্থা বা কম্পিউটার হার্ডডিস্ক বা পেনড্রাইভ ব্যবহার করে সংরক্ষণ করা।
উপসংহার
সর্বোপরি বলা যায়, আর্কাইভ হল ঐতিহাসিক, সাংস্কৃতিক, প্রাচীন, প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিতভাবে সংরক্ষিত করার স্থান। যেটি প্রয়োজন অনুসারে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তাই আর্কাইভ মানব জীবনের বিভিন্ন তথ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ স্থান।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- What is a Archives in History
- Online Sources
প্রশ্ন – আর্কাইভ কাকে বলে
উত্তর – যে সমস্ত স্থানে ঐতিহাসিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি চিতস্থায়ীভাবে সংরক্ষিত থাকে এবং প্রয়োজন অনুসারে সেগুলিকে ব্যবহার করা যায়, তাকে আর্কাইভ বলে।
প্রশ্ন – মহাফেজখানা in English
উত্তর – মহাফেজখানা in English is Archive বা আর্কাইভ।
আরোও পোস্ট পড়ুন
- গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা বা দায়িত্ব বা কাজ | Role of Editor in Book Publishing
- একজন দক্ষ প্রুফ রিডারের গুণাবলী | Qualities of a Good Proofreader
- প্রুফ সংশোধনের নিয়মাবলী উদাহরণ সহযোগে আলোচনা | How to Proofread Professionally
- প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা | Importance of Proofreading
- প্রুফ সংশোধন কাকে বলে | প্রুফ সংশোধন চিহ্ন ব্যবহার | Proofreading or Proof Reading
- রোমান সাম্রাজ্যের পতনের কারণ | 10 Reasons for the Fall of the Roman Empire
লেখ্যাগার বা মহাফেজখানা কাকে বলে | Archives in History সম্পূর্ণ পোস্ট করার জন্য ধন্যবাদ।