যে কোনো পুস্তক প্রকাশনার ক্ষেত্রে প্রুফ সংশোধন (Proofreading or Proof Reading) একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ এটি সঠিকভাবে না হলে পুস্তক প্রকাশের সমস্ত উদ্দেশ্য ব্যাহত হবে।
সাধারণভাবে কোনো গ্রন্থ বা পুস্তক বা অন্যান্য ক্ষেত্রে প্রুফ সংশোধন করা হয়ে থাকে। অর্থাৎ যে কাজটি করা হয়েছে সেই কাজটি কতটা সঠিক বা বানান ভুল আছে কিনা সেগুলি প্রুফ রিডাররা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে প্রুফ সংশোধন করে থাকেন। এখানে প্রুফ সংশোধন কাকে বলে এবং প্রুফ সংশোধনের চিহ্ন ব্যবহার গুলি আলোচনা করা হলো।
প্রুফ সংশোধন কাকে বলে | প্রুফ সংশোধন চিহ্ন ব্যবহার | Proofreading or Proof Reading
প্রুফ সংশোধন হল লেখা মুদ্রণের আগে বা প্রকাশের পূর্বে সেটির বানান, ব্যাকরণ, বিরামচিহ্ন, শিরোনাম, ফন্ট, স্পেসিং ইত্যাদির ভুল খুঁজে বের করে সংশোধন করার প্রক্রিয়া। এটি মূলত লেখার চূড়ান্ত ধাপের সম্পাদনা (final editing) যেখানে ছোটখাটো ভুলগুলো ধরা হয়।
প্রুফ একটি ইংরেজি শব্দ, এর অর্থ হল সংশোধন বা পরীক্ষা-নিরীক্ষা করা। সাধারণভাবে গ্রন্থ বা পুস্তক, পত্রিকা, সংবাদপত্র, ম্যাগাজিন বা যে কোন কম্পোজ বা লেখার ত্রুটি দূর করে লেখাকে নির্ভুল করাকে প্রুফ রিডিং বা সংশোধন বলে।
প্রুফ সংশোধনের সময় আধুনিক বা লেটেস্ট বানান রীতি ও শব্দ চয়ন সম্পর্কে সচেতন থাকতে হয়। তা না হলে কাজটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যিনি প্রুফ রিডিং করেন তাকে ত্রুটিযুক্ত বাংলার ক্ষেত্রে বানান, দাড়ি, কমা, জিজ্ঞাসা চিহ্ন এবং ইংরেজির ক্ষেত্রে ফ্লু স্টপ ও স্পেলিং কারেকশন করতে হয়। কারণ মুদ্রিত পুস্তক বা লেখা বা ম্যাগাজিন বা সংবাদপত্র হাজার হাজার পাঠকের কাছে যায়। ফলে যদি কোন ভুল থাকে তাহলে সেই লিখিত বিষয়ের রেপুটেশন বা সুনাম নষ্ট হয়ে যেতে পারে।
📌Oxford Dictionary অনুযায়ী – “Proofreading is the process of reading written material and marking any errors to be corrected before the final printing.” অর্থাৎ প্রুফরিডিং হল কোনো পুস্তক বা লেখা মুদ্রণের আগে সেটির বানান, ভাষা, শৈলী ও বিন্যাসের ভুল পরীক্ষা ও সংশোধন করা।
প্রুফ সংশোধনের উদ্দেশ্য (Purpose of Proofreading)
প্রুফ রিডিং বা সংশোধনের উদ্দেশ্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
📌 লেখায় বানান ভুল, ব্যাকরণ ত্রুটি, এবং ব্যাকরণগত ভুল চিহ্নিত করা।
📌 সংশোধনের ধরন নির্দেশ করা, যেমন পরিবর্তন, যুক্তি, মুছে ফেলা।
📌 লেখক ও সম্পাদককে সমন্বয় করা, যাতে চূড়ান্ত সংস্করণ সঠিক হয়।
📌 ছাপার আগে বা প্রকাশনার আগে মান নিশ্চিত করা।
প্রুফ সংশোধন চিহ্ন ব্যবহার বা প্রুফ সংশোধন চিহ্ন বাংলা | Proofreading Marks Chart
প্রুফ সংশোধনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ চিহ্ন ব্যবহার করা হয়, সেই চিহ্নগুলি দেখে কম্পোজার বা এডিটর প্রুফ কারেকশন করে থাকেন, সেই চিহ্নগুলি নিচে উল্লেখ করা হলো –
^ (Caret) → মিসিং বা বাদ পড়া অক্ষর/শব্দ যোগ করতে।
~ (Delete) → কোনো শব্দ বা অক্ষর মুছে ফেলতে।
= (Close up) → অক্ষর বা শব্দের ফাঁক সরিয়ে একসাথে করতে।
sp → বানান ভুল ঠিক করতে।
stet → আগের মতই রেখে দিতে (চিহ্নিত অংশে পরিবর্তন না করতে)।
¶ (New paragraph) → নতুন অনুচ্ছেদ শুরু করতে।
no ¶ → অনুচ্ছেদ না ভাঙতে।
cap → ছোট হাতের অক্ষরকে বড় করতে।
lc → বড় হাতের অক্ষরকে ছোট করতে।
ital / underline → লেখাকে ইটালিক করতে।
bold → লেখাকে গাঢ় (Bold) করতে।
? → অস্পষ্ট বা সন্দেহজনক অংশে প্রশ্ন তুলতে।
tr বা ⤴ ⤵ (Transpose) → শব্দ/অক্ষরের স্থান অদল-বদল করতে।
insert comma (,) → কমা যোগ করতে।
insert apostrophe (’) → অ্যাপোস্ট্রফি বসাতে।
insert period (.) → ফুলস্টপ বসাতে।
প্রুফ সংশোধনের উদাহরণ | Proofreading Marks Examples
ভুল লেখা (Original Paragraph with Errors)
গতকাল আমি নতুন একটি বাজারে গিয়েছিল আমি লেবু কলা ও আম কিনল আমার মনে হল, “এটা ভালো বাজার”
চিহ্নসহ সংশোধন (Proofreading Marks in Action)
- গিয়েছিল → গিয়েছিলাম → (sp – শব্দরূপ সংশোধন)
- লেবু কলা → লেবু, কলা → (কমা যোগ)
- কিনল → কিনলাম → (sp – ক্রিয়ারূপ সংশোধন)
- । (ফুলস্টপ নেই) → (insert period)
- “এটা ভাল বাজার → “এটা ভালো বাজার।” → (sp + ফুলস্টপ যোগ)
সংশোধিত রূপ | Final Corrected Paragraph
গতকাল আমি নতুন একটি বাজারে গিয়েছিলাম। আমি কলা ও আম কিনলাম। আমার মনে হল, “এটা ভালো বাজার।”
এভাবে caret (^) দিয়ে নতুন শব্দ যোগ, delete (~) দিয়ে অপ্রয়োজনীয় শব্দ বাদ, sp দিয়ে বানান/রূপ ঠিক, insert punctuation দিয়ে কমা/ফুলস্টপ বসানো হয়।
উপসংহার
সুতরাং বলা যায়, প্রুফ সংশোধন চিহ্ন ব্যবহারের মাধ্যমে লেখায় থাকা ত্রুটি দ্রুত শনাক্ত ও সংশোধন করা যায়। এটি লেখক ও সম্পাদক উভয়ের জন্যই কার্যকর। প্রুফ রিডিং চিহ্নের নিয়মিত ব্যবহার মানসম্মত লেখা ও প্রকাশনার জন্য অপরিহার্য।
👉 আপনি কি শিক্ষার্থী বা গবেষক? আরও শিক্ষামূলক টিপস পেতে আমাদের Edubitan -এর সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।
তথ্যসূত্র | Sources
- বাংলা মুদ্রণ ও প্রকাশনা – ডঃ তারকনাথ ভট্টাচার্য, ইউনাইটেড বুক এজেন্সী।
- পাণ্ডুলিপি পঠন সহায়িকা – ড. কল্পনা হালদার, সাহিত্য লোক।
- Einsohn, A., & Schwartz, M. (2019). The copyeditor’s handbook: A guide for book publishing and corporate communications (4th ed.). University of California Press.
- Butcher, J., Drake, C., & Leach, M. (2016). Butcher’s copy-editing: The Cambridge handbook for editors, copy-editors and proofreaders (4th ed.). Cambridge University Press.
- Chicago Manual of Style. (2017). The Chicago manual of style (17th ed.). University of Chicago Press.
- Ritter, R. M. (2015). The Oxford guide to style (New Hart’s rules) (2nd ed.). Oxford University Press.
- Luey, B. (2010). Handbook for academic authors (5th ed.). Cambridge University Press.
- Internet sources
প্রশ্ন – প্রুফ রিডিং কি?
উত্তর – প্রুফ রিডিং হল কোন পুস্তক বা লেখার বানান ভুলের সংখ্যা কমানো। অর্থাৎ প্রুফ রিডিং এর মাধ্যমে কোন পুস্তক বা লেখার বিভিন্ন জায়গায় বানান ভুল, দাড়ি, কমা, ফুলস্টপ ইত্যাদি বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখা হয়।
আরোও পোস্ট পড়ুন
- ফোর্ট উইলিয়াম কলেজ প্রশ্ন উত্তর | Fort William College Quiz Question and Answers
- বাংলা গদ্য সাহিত্যে শ্রীরামপুর মিশনের অবদান | Contribution of Serampore Mission to Bengali Prose
- বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান | Contribution of Fort William College Bengali Prose
- বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা | Vidyasagar Contribution to Bengali Literature
- বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান | Raja Ram Mohan Roy in Prose Literature
1 thought on “প্রুফ সংশোধন কাকে বলে | প্রুফ সংশোধন চিহ্ন ব্যবহার | Proofreading or Proof Reading”