ইতিহাস একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিজ্ঞানের শাখা। বিভিন্ন ক্ষেত্রে ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে কুইজ কনটেস্ট এর ক্ষেত্রে ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর (History Quiz Questions and Answers) আবশ্যিকভাবে গণ্য করা হয়।
ভারতের ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর | History Quiz Questions and Answers
ভারতের ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর এর পরিধি ব্যাপক ও বিস্তৃত। এখানে অধ্যায় ভিত্তিক ভারতে ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল। যেটি ক্লাস ওয়ান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের বিশেষ সাহায্য করবে। তাছাড়া বিভিন্ন জায়গায় যে কুইজ কনটেস্ট হয় সেক্ষেত্রে ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর বিশেষভাবে সহায়তা করবে।
প্রাচীন ভারতের ইতিহাসের উৎস
Q. ভারতের প্রাচীনতম দর্শনের শাখা কোনটি –
a) সাংখ্য দর্শন
b) যোগ দর্শন
c) ন্যায় দর্শন
d) চার্বাক দর্শন
Q. আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন –
a) পাল যুগ
b) গুপ্ত যুগ
c) সুলতানি যুগ
d) মৌর্য যুগ
History Quiz Questions and Answers
Q. বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়
a) ১০০০ খ্রিস্টপূর্বাব্দ
b) ৩০০০ থেকে ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ
c) ১৫০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দ
d) উপরের কোনটিই নয়।
Q. ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ
a) বৌদ্ধদের
b) জৈনদের
c) হিন্দুদের
d) মুসলিমদের
Q. ত্রিপিটক কোন ভাষায় রচিত –
a) হিন্দি
b) ইংরেজি
c) পালি
d) সংস্কৃত
Q. বুদ্ধচরিত কার রচিত
a) নাগার্জুন
b) বিশাখদত্ত
c) অশ্বঘোষ
d) বসুমিত্র
Q. মিতক্ষরা কে লিখেছিলেন
a) ন্যায়চন্দ্র
b) বিজ্ঞানেশ্বর
c) কলহন
d) আর্যভট্ট
Q. সূর্যসিদ্ধান্ত কে রচনা করেন
a) আর্যভট্ট
b) বানভট্ট
c) বরাহমিহির
d) সুশ্রুত
Q. অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে?
a) সি ডি দাস
b) জেমস প্রিন্সেপ
c) বার্জেস
d) আর এল মিত্র
Q. শ্রীকৃষ্ণবিজয় কাব্য কে রচনা করেন?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) বিদ্যাপতি
c) মালাধর বসু
d) জয়দেব
Q. বৌদ্ধ ধর্মতত্ত্ব কার মধ্যে উল্লেখিত ছিল ?
a) জাতক
b) উপনিষদ
c) শতপথ
d) ধম্মপদ
Q. মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কি –
a) ইন্ডিকা
b) মুদ্রারাক্ষস
c) অশোকের লেখমালা
d) অর্থশাস্ত্র
Q. বিশিষ্ট বাক্যরনবীদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন ?
a) অগ্নিমিত্র শুঙ্গ
b) বাসুদেব কান্ব
c) গৌতমীপুত্র সাতকর্ণী
d) পুষ্যমিত্র শুঙ্গ
Q. ফো-কুয়ো-কিং কে রচনা করেন
a) ই-সিং
b) হিউয়েন সাঙ
c) ফা-হিয়েন
d) মেগাস্থিনিস
Q. অপালা, লোপামুদ্রা, গার্গী কোন যুগের বিদুষী মহিলা ছিলেন
a) বৈদিক যুগ
b) বৌদ্ধ যুগ
c) ব্রাহ্মণ্য যুগ
d) গুপ্ত যুগ
Q. রত্নাবলি কে রচনা করেন
a) কালিদাস
b) ভারবি
c) হর্ষবর্ধন
d) হরিসেন
Q. কে গুনরাজ খাঁ উপাধি পেয়েছিলেন
a) মালাধর বসু
b) কবি জয়দেব
c) চৈতন্য
d) আর্যভট্ট
Q. ঋতুসংহার কে রচনা করেন
a) কবি কালিদাস
b) জয়দেব
c) ভবভূতি
d) বিদ্যাপতি
Q. জাতকের গল্পগুলি কোন ভাষায় রচিত?
a) সংস্কৃত
b) পালি
c) বাংলা
d) তামিল
Q. ত্রিপিটক গ্রন্থে পিটক শব্দের অর্থ কি
a) ঝুড়ি
b) গ্রন্থ
c) ধর্ম
d) সত্য
Q. হিন্দুদের আইনের উপর গঠিত বইয়ের নাম কি
a) আরণ্যক
b) মিতাক্ষরা
c) উপনিষদ
d) বেদ
ভারতীয় সভ্যতার বিবর্তন
Q. প্রাচীন ভারতের কোন সভ্যতায় বৃহৎ স্নানাগর পাওয়া গেছে
a) হরপ্পা
b) মহেঞ্জোদারো
c) কালিবাথান
d) লোথান
Q. আর্য শব্দের অর্থ কি
a) চাষ করা
b) হিন্দু
c) ব্রহ্মচারী
d) গোচারণ ভিত্তিক সমাজ
Q. ভারতে কবে চিত্রলিপির প্রচলন শুরু হয়?
a) খ্রিস্টপূর্ব ২৫০০
b) খ্রিস্টপূর্ব ৪০০০
c) খ্রিস্টপূর্ব ৩০০০
d) খ্রিস্টপূর্ব ২০০০
Q. প্রাচীন প্রস্তর যুগের প্রথম গৃহপালিত পশুর নাম কি
a) কুকুর
b) বিড়াল
c) ভেড়া
d) গরু
Q. সিন্ধু সভ্যতার বন্দর শহরের নাম কি
a) লোথাল
b) কালিবঙ্গান
c) হরপ্পা
d) কোনোটিই নয়।
Q. মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন কে?
a) দয়ারাম সাহানি
b) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
c) হুইলার
d) উপরের কোনোটিই নয়
Q. কত সালে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কৃত হয়?
a) ১৯২০ সালে
b) ১৯১৮ সালে
c) ১৯২২ সালে
d) ১৯২৩ সালে
প্রতিবাদী আন্দোলন
Q. গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন?
a) খ্রিস্টপূর্ব ৫২৩
b) খ্রিস্টপূর্ব ৫৬৩
c) খ্রিস্টপূর্ব ৬২৩
d) খ্রিষ্টপূর্ব ৬০২
Q. গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন?
a) কুশিনগর
b) বুদ্ধগয়া
c) সারনাথ
d) কাশী
Q. গৌতম বুদ্ধের বাল্যকালের নাম কি
a) গৌতম বা সিদ্ধার্থ
b) মহাবীর
c) নরেন
d) উপরের কোনটিই নয়
Q. সিংহলি মতানুসারে বুদ্ধের পরিনির্মাণ ঘটেছিল?
a) খ্রিস্টপূর্ব ৪৮৩
b) খ্রিস্টপূর্ব ৪৮০
c) খ্রিষ্টপূর্ব ৪৮৬
d) খ্রিষ্টপূর্ব ৪৮২
Q. বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত হয়?
a) পালি ভাষা
b) সংস্কৃত ভাষা
c) হিন্দি
d) প্রাকৃত
Q. মহাবীর জৈন কবে জন্মগ্রহণ করেন
a) খ্রিস্টপূর্ব ৫৯৯
b) খ্রিস্টপূর্ব ৬০০
c) খ্রিস্টপূর্ব ৬০২
d) খ্রিষ্টপূর্ব ৬০৩
Q. মহাবীর জৈন এর কোথায় মৃত্যু হয়
a) বৈশালী
b) পাবাপুরি (পাওয়া)
c) পাটলীপুত্র
d) বিহার
Q. প্রাচীন ভারতের জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর ছিলেন?
a) 22 জন
b) 23 জন
c) 24 জন
d) 25 জন
Q. জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর এর নাম কি
a) মহাবীর
b) শীলভদ্র
c) সিদ্ধার্থ
d) পার্শ্বনাথ
Q. কামরূপ কার প্রাচীন নাম ছিল?
a) বিহার
b) বাংলা
c) উড়িষা
d) আসাম
Q. মিনানদার কে ছিলেন?
a) আর্যনেতা
b) ইন্দো-গ্রিক রাজা
c) দ্রাবিড় রাজা
d) আলেকজান্ডারের সৈন্য
রাজনৈতিক আধিপত্যের যুগ 369
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- History Quiz Questions and Answers
- Online Sources
প্রশ্ন – প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান গুলি কি কি
উত্তর – প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান গুলি হল দেশীয় সাহিত্য যেমন – বিভিন্ন ধর্মগ্রন্থ, বিদেশি সাহিত্য, শিলালিপি প্রভৃতি।
আরোও পোস্ট পড়ুন
- গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা বা দায়িত্ব বা কাজ | Role of Editor in Book Publishing
- একজন দক্ষ প্রুফ রিডারের গুণাবলী | Qualities of a Good Proofreader
- প্রুফ সংশোধনের নিয়মাবলী উদাহরণ সহযোগে আলোচনা | How to Proofread Professionally
- প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা | Importance of Proofreading
- প্রুফ সংশোধন কাকে বলে | প্রুফ সংশোধন চিহ্ন ব্যবহার | Proofreading or Proof Reading
- রোমান সাম্রাজ্যের পতনের কারণ | 10 Reasons for the Fall of the Roman Empire
500 ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর | ভারতের ইতিহাস কুইজ | History Quiz Questions and Answers সম্পূর্ণ করছে পড়ার জন্য ধন্যবাদ।